পিতাকেই মনে পড়ে – আসলাম সানী

 আসলাম সানী

যখন-নীল আকাশে

চন্দ্র-সূর্য ওঠে

মুক্ত হাওয়ায় মুগ্ধ পাখিরা ছোটে

রিমঝিম ঝিম বৃষ্টি যখন ঝরে

মুজিবের কথা মনে পড়ে আমার

পিতাকেই মনে পড়ে,

ঢেউয়ের ছন্দে-জীবনানন্দে

নায়ের মাঝি ছোটে

ঝিলের জলে শাপলা-শালুক

সুখ-স্বপ্নে ফোটে

হৃদয়টা দুলে ওঠে

তখন আমার মন টেকে না ঘরে

দুরন্ত আমি ছুটে যাই যেন

মাঠ-ঘাট চরাচরে

প্রাণ যে কেমন করে

মুজিবের কথা মনে পড়ে যায়

পিতাকেই মনে পড়ে,

কৃষক মাঠে-শ্রমিক খাটে

উৎপাদনে ভরে

উন্নয়নে অগ্রগতির

দেশটা সবাই গড়ে

তখন আমার শ্রেষ্ঠ বাঙালি

পিতাকেই মনে পড়ে,

পাহাড়ে শান্তি-সীমানা প্রাপ্তি

সমুদ্র আয়ত্তে আসে

জনকের আশা-বাঙালির ভাষা

বঙ্গদুহিতা হাসে

সোনার ছেলেরা বিশ্বজুড়ে

বিজয়-আনন্দে ভাসে

লাল সবুজের পতাকা ওড়ে

আকাশে ও বাতাসে-

বীর বাঙালি গর্বে তোমার

মনটা কেমন করে?

স্বাধীনতার মহান নেতা

পিতাকেই মনে পড়ে

বাংলার ঘরে ঘরে

বাঙালির অন্তরে।

SUMMARY

1161-1.png