কাজী রোজী
এ মাটির ধূলিকণা যাঁর হাতে হয়েছিল সোনা
যাঁর ডাকে এসেছিল একাত্তরে স্বাধীনতা- যুদ্ধের দিন
তাঁর কাছে এ দেশের কত ঋণ
বলে বলে শেষ করা যায় না।
টুঙ্গিপাড়ার মাটি বলেছে ডেকে
এর যত ধূলিকণা সবকিছু থেকে
প্রতিক্ষণ জেগে ওঠে একটি সে নাম
বঙ্গবন্ধু তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
মধুমতি নদী জল উচ্চারণে বার বার বলে যায় কারণে অকারণে
ডুবজল পারাপার উল্টো-সাঁতার হাজার ঢেউয়ের সাথে
যাঁর কথা বলে
বঙ্গবন্ধু তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমান।
একগাছ পাতাগুলো সমস্বরে বুকের সবুজ ছুঁয়ে বলে
এখানেই আছে তাঁর হৃদয় সবুজ।
আকাশের বিশাল নীলে যতো বড়ো বুক রাখা যায়
সে আকাশ বলে সূর্য তারার মতো চাঁদের শিখার মতো
তাঁরে ধরে আছি। কী করে আগামীদিন তাঁরে ছাড়া বাঁচি!
পাখিরা উড়তে গিয়ে নদীরা ছুটতে গিয়ে ফুলেরা ফুটতে গিয়ে
বলবে হাজার বার-
একটাই নাম আছে বাংলার নির্ভরতায়
কোটি কোটি মানুষের নিঃশ্বাসে বিশ্বাসে
সেই নাম বাংলার ভূগোল সীমানায়।
বঙ্গবন্ধু তিনি- তিনি বিশ্বময়।