জাতির পিতার খুনে – আলম তালুকদার

আলম তালুকদার 


আকাশ যদি কালো মেঘে

যায় কোনোদিন ঢেকে

বাতাস যদি না বহে আর

একটা সময় থেকে

সূর্য যদি না দেয় আলো

খুব অভিমান করে

বৃক্ষ যদি না দেয় ছায়া

কিছু দিনের তরে

সকল এন্টিক শোকে পাথর

বেবাক জাদুঘরে

গোরস্থানের সকল পাশে

আবার যদি মরে

শিশুর হাসি উধাও যদি

একটা খবর শুনে

বুঝতে হবে ঘটছে এসব

জাতির পিতার খুনে।

SUMMARY

1159-1.png