বাঙালির অপর নাম শেখ মুজিবুর রহমান


রবীন্দ্র গোপ

আমার আকাশ জুড়ে আমার সাগর জুড়ে

আমার অনন্ত স্বপ্নের মাঝে যার নাম

ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে

লেখা আছে যে নাম,

যার নামে তোমার আমার ঠিকানা

পদ্মা মেঘনা যমুনা আজও বহমান

অমর অক্ষয় সে নাম

শেখ মুজিবুর রহমান।

ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে যার অঙুলি হেলনে

জেগে উঠেছিল সাড়ে সাত কোটি বাঙালি প্রাণ,

যার নাম বাংলার সবুজ প্রান্তর জুড়ে।

আউল বাউল আর দোয়েল কোকিল

গেয়ে যায় মুক্তির গান,

তারই নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

যার নামে প্রগাঢ় আঁধার সরিয়ে

জেগে উঠেছিল ভোরের লাল সূর্য,

দিকে দিকে পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করে

বেজে উঠেছিল রণত‚র্য,

তুমিতো সেই বীর যার নামে বিশ্ব বাঙালি

উঁচু করে দাঁড়ায় শির

বাঙালির গৌরবদীপ্ত সে নাম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ফুলের স্নিগ্ধ মায়ায় আজও বসন্ত নামে ফাগুনে

বিশ্বের নিপীড়িত মানুষ আজও তোমার নামে

জ্বলে উঠে বিপ্লবের আগুনে

তুমি জ্বলন্ত আগ্নেগিরি-মহামানব, মহীয়ান

তোমার নামে মুক্তির মহামন্ত্রে

আজও গেয়ে যাই গান,

তুমি বাঙালির অপর নাম

শেখ মুজিবুর রহমান।

আজও গেয়ে যাই গান,

তুমি বাঙালির অপর নাম

শেখ মুজিবুর রহমান।

SUMMARY

1157-1.png