জাতির পিতা


আশরাফুজ্জামান বাবু
পিতাহীন মিতাহীন
ছিলাম এতোদিন।

নেতা, তুমি ফিরলে যখন দিল্লি হয়ে ঢাকা
তক্ষুনি শেষ হলো এই আমার চেয়ে থাকা।

নেতা, তোমার দেহ ছিলো রুদ্ধ কারাগারে
জানি তোমার পুড়ছিলো মন বোবা হাহাকারে।

কারন তোমার মনে ছিল বঞ্চিতদের ঘর
নিরন্নদের কথা তোমার ভাবতো যে অন্তর।

সেই মনটা আটকে রাখে সাধ্য আছে কার?
তাই সারাক্ষণ সাথেই ছিলে কোটি জনতার।

SUMMARY

1154-1.png