শারমিন সুলতানা রীনা
এক মুজিবের রক্ত থেকে
লক্ষ মুজিব ফোটে
স্বাধীনতার গান গেয়ে তাই
ভোরের সূর্য ওঠে।
সেই সুরেতে বাংলা মায়ের
বুকে ওঠে দোল
মায়ের কোলে শিশুর প্রথম
মুজিব মুজিব বোল।
ফাগুনেরই হাওয়ায় হাওয়ায়
কতনা সুখ জোটে।
আকাশ বাতাশ নদীর জলে
তারই স্মৃতি বহমান
স্বাধীনতা মানেই বুঝি
শেখ মুজিবুর রহমান।
সেই হাসির পরশমাখা
নীল আকাশের ঠোঁটে
শারমিন সুলতানা রীনা
এক মুজিবের রক্ত থেকে
লক্ষ মুজিব ফোটে
স্বাধীনতার গান গেয়ে তাই
ভোরের সূর্য ওঠে।
সেই সুরেতে বাংলা মায়ের
বুকে ওঠে দোল
মায়ের কোলে শিশুর প্রথম
মুজিব মুজিব বোল।
ফাগুনেরই ...