বঙ্গবন্ধু -শাহনাজ পারভীন


শাহনাজ পারভীন
বঙ্গবন্ধু ধান হতে পারেন মিটানো সুপ্তক্ষুধা
কিংবা তিনি তো গান হয়ে যান পাখির কণ্ঠসুধা।
তাহাকে আমরা নদী বলি যদি ক্ষুরধার স্রোতধারা
বয়ে চলা কোন ঝরনাপ্রপাত কুলু-কুলু গতিহারা।

তিনি যদি ফের পাহাড় হয়ে যান হিমালয় চূড়ামাখা
কিংবা সুনীল সাগর আবার যায় কি তাহাকে রাখা?
যদি তাকে কেউ আকাশ ডাকেন কাটে না কভু যে রেশ
অবশেষে তাকে ভালোবেসে বেসে দেখি যে বাংলাদেশ!

SUMMARY

1152-1.png