নাম

হাসানআল আব্দুল্লাহ

হাজার বছরে যে নাম শিখেছি
সে নাম আমার হৃদয়ে আছে,
সুরে ও ছন্দে মহা আনন্দে
সে থাকে আমার অনেক কাছে।

বাতাসে সহসা হেসে উড়ে চলে
জলে ভেসে থাকে কমল, তাজা।
চাঁদে ও সূর্যে তার ছড়াছড়ি
ফুলের বাগানে অমর, রাজা।

প্রজাপতি তার পাখার দু’ধারে
তাকে নিয়ে ঘোরে সারাটা দিন,
শিশুদের মুখে প্রতিদিন ভোরে
সে নাম ছড়ায় হাসি রঙিন।

হাজার বছরে যে নাম শিখেছি
বাংলাদেশের প্রতিটি ঘরে,
বাগানে, পাহাড়ে, ক্ষেতে ও খামারে
সে নাম ধ্বনিত সমস্বরে।

গাছে গাছে ডাকে সব পাখি তাকে
নদী ডেকে চলে আপন মনে,
স্বর্ণ দানায় খচিত সে নাম
বাংলা মায়ের দুই নয়নে।

যুগ যুগ ধরে সবার হৃদয়ে
সে নাম জ্বালায় খুশীর দীপ,
জুলিও কুরি সে, বঙ্গবন্ধু
জাতির জনক শেখ মুজিব।
২৮.০৬.৯২

SUMMARY

1123-1.png