ঘোষক

হাসানআল আব্দুল্লাহ

সুযোগ বুঝে নিদেন বাবু
দিলেন মহা ঘোষণা,
ভক্তরা সব ঘোষাল ডাকে
আদতে সে ঘোষ-ও না।

মহান নেতার বরাবরে
পাঠ করেছেন উচ্চস্বরে,
ঘোষাল হতে চাননি তিনি
তাই নিদেনের দোষ-ও না।

চতুর কিছু রাজনীতিকে
মিথ্যা বোনে চারিদিকে।
দেশের হৃদয় ফুঁড়ে জাগে
গভীর অনুশোচনা।

সুযোগ বুঝে নিদেন বাবু
দিলেন মহা ঘোষণা।
১২.০৮.৯২

SUMMARY

1122-1.png