হাসানআল আব্দুল্লাহ
যা বলবো সরাসরি বলবো, দাঁড়িয়ে ছিনা টান করে
দ্রিমিকি দ্রিমিকি শব্দে
ভুবন কাঁপিয়ে বলবো।
দুই দশকের কুষ্ঠ রোগীর মতন
হাঁপাতে হাঁপাতে কথা বলা আমার স্বভাব নয়,
আমি নই লোলুপ পা-চাটা কোনো
নেড়ি কুত্তা, গৃহস্থের আমন চালের সুগন্ধি ভাতের মাড় আমার উদ্দিষ্ট নয়।
কোনো পিছুটানও আমার নেই,
নপুংসক কোনো পিশাচের করবিষ স্পর্শ করিনি কখনো।
আমি নই রাষ্ট্রপালিত নাদুস
পশুদের কাতারের কেউ। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান,
চকচকে রাইফেলের বীভৎস
নলের সামনে শিরদাঁড়া টান করে
যিনি করেছিলেন সুদৃঢ় উচ্চারণ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
তিনিই আমার পিতা,
তাঁর পবিত্র রক্তের ধারা আমার শিরা ও ধমনীতে বিপুল জাগ্রত।
আমি পৃথিবী নামক গ্রহের অপর পিঠ থেকে
অতিথি পাখির মতন আসিনি উড়ে।
এ মাটির, এ দেশের এক বীরাঙ্গনা মাতার নিষ্পাপ
নিরন্ন জঠরে, তাঁর রক্ত ও মাংসের
সুষম বণ্টনে যে সন্তান বেড়ে উঠেছিলো সে তো আমি;
মাটি ও মাতার সম্ভ্রম রক্ষায়
বজ্রের মতন কঠিন, কঠোর হওয়া আমার স্বভাব।
আমার ভেতরে নেই ন্যাকামি ও ভণ্ডামির মতো ভয়ঙ্কর অন্ধকার।
খারাপের টুঁটি চেপে ধরা
আর ভালোকে অবলীলায় সম্মানের সম্পন্ন আসনে
বসানো আমার মাতৃ ও পিতৃ প্রদত্ত পবিত্র চরিত্র।
না, আমি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রীধারী কোনো
আবহাওয়া বিশেষজ্ঞ নই। তবুও বুঝতে পারি
গন্ধময় নর্দমাই কলুষিত বাতাসের প্রধান কারণ।
উদ্ভিদ বিজ্ঞানী না হলেও জেনে গেছি শ্বসনের
নিয়ম কানুন। আপনাদের উদ্দেশ্যে
তাই গলা উঁচু করে সরাসরি বলছি, এবার
পরিষ্কার করুন নর্দমা, মুক্ত অক্সিজেন আমারও প্রয়োজন।
২৮.০৬.৯৩