অন্তরাত্মার আহ্বান

হাসানআল আব্দুল্লাহ

আমি শেখ মুজিবর রহমানের কথা বলি
কারণ, তিনি বাঙালী জাতির মুক্তির কথা বলতেন।
আমি উচ্চ কণ্ঠে ঘোষণা করি
তাঁর মহত্ত্ব ও অসাধারণ দেশ প্রেমের
জ্বলজ্বলে ইতিহাস। তিনিই বাঙালী
জাতির জনক, বাংলাদেশের প্রতিষ্ঠাতা,
এতে কোনো সন্দেহ নাই।
বাংলার ফুল-পাতা, নদী-নালা
পাহাড়-পর্বতে
একটি নাম সর্বক্ষণ আলোক ছড়ায়;
বস্তুতঃ বাংলাদেশের ডাক নাম শেখ মুজিব।
আমি তাঁর পবিত্র রক্ত ও আদর্শের কাছে
অঙ্গীকারাবদ্ধ
এক বাঙালী-সন্তান। তোমরা বিশ্বাস
করো, হে মুজিব
সন্তানেরা, হে বাংলার মানুষ,
আমি তোমাদের এতোটুকু মিথ্যা বলি নাই।
যদি তোমরা সত্যবাদী হও,
তবে উচ্চারণ করো তাঁর নাম
এবং কিছুতে বিস্মৃত হয়ো না
তোমাদের সত্তা ও আদর্শ, তোমাদের গৌরব ও গর্ব।

আর অশ্রু নয়
এবার মিথ্যাবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও
এবং স্মরণ করো সেই
উদাত্ত আহ্বান, “তোমাদের যা কিছু আছে
তাই নিয়ে প্রস্তুত থাকো…
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
জয় বাংলা।”
১১.০৮.৯৪

SUMMARY

1120-1.png