বাংলাদেশ

হাসানআল আব্দুল্লাহ

অতঃপর সদ্য ফোটা গোলাপের মতো বাংলাদেশ
হাতে করে তরতর বিমানের সিঁড়ি বেয়ে নেমে এলেন মুজিব।

কারাগারের পাশেই ওরা খুঁড়েছিলো নির্মম কবর;
তখন খবর পেয়ে
অভুক্ত ছিলেন আমার বাবাও,
গ্রামে গঞ্জে অনেক মানুষ।
অতঃপর প্রত্যাশার সম্ভাব্য সকাল ঝলমল করে উঠেছিলো;
তাঁর অশ্রু
আর মুক্তিযোদ্ধাদের রক্তের মিছিলে।

প্রিয় বঙ্গবন্ধু, পুরো বাঙালী জাতিই
আপনার পরিবার। আর বাংলার প্রতিটি শস্য কণা,
ফুল-ফল, কৃষকের জন্মানো ফসল,
গ্রাম অঞ্চল ও শহরের প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয় আসবাব,
স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়,
সংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্রপতির শোবার ঘরের খাট
সমস্ত কিছুই মুক্তিযোদ্ধাদের।
কারণ, তিরিশ লক্ষের রক্তের দাগ লেগে আছে সবখানে।
২৭.০৩.২০০০

SUMMARY

1119-1.png