হাসানআল আব্দুল্লাহ
অতঃপর সদ্য ফোটা গোলাপের মতো বাংলাদেশ
হাতে করে তরতর বিমানের সিঁড়ি বেয়ে নেমে এলেন মুজিব।
কারাগারের পাশেই ওরা খুঁড়েছিলো নির্মম কবর;
তখন খবর পেয়ে
অভুক্ত ছিলেন আমার বাবাও,
গ্রামে গঞ্জে অনেক মানুষ।
অতঃপর প্রত্যাশার সম্ভাব্য সকাল ঝলমল করে উঠেছিলো;
তাঁর অশ্রু
আর মুক্তিযোদ্ধাদের রক্তের মিছিলে।
প্রিয় বঙ্গবন্ধু, পুরো বাঙালী জাতিই
আপনার পরিবার। আর বাংলার প্রতিটি শস্য কণা,
ফুল-ফল, কৃষকের জন্মানো ফসল,
গ্রাম অঞ্চল ও শহরের প্রয়োজনীয় অথবা অপ্রয়োজনীয় আসবাব,
স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়,
সংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্রপতির শোবার ঘরের খাট
সমস্ত কিছুই মুক্তিযোদ্ধাদের।
কারণ, তিরিশ লক্ষের রক্তের দাগ লেগে আছে সবখানে।
২৭.০৩.২০০০