হাসানআল আব্দুল্লাহ
কৃষক দু’বেলা খেতে পায় না।
আরশের দিকে চোখ তুলে বলে,
কিছু দাও।
মাটি, ঘর, গাছ দোলে।
আকাশ কাঁপানো শব্দ ওঠে: ব।
কৃষক এ ওর দিকে চায়। কর্তা কন, বুঝলা বাঙ্গাল!
সম্মিলিত আওয়াজ আসে, হ হ হ…
আপনি কইছেন: বায়ান্ন।
কর্তা হাসেন, ঠিকই ধরছো।
আরশের দিকে চোখ তুলে কৃষক আবার কয়,
কর্তা কিছু দাও।
আকাশ কাঁপানো শব্দ ওঠে: ব।
কৃষক খিলখিল হাসে, এ ওর দিকে চায়।
কর্তা কন, বুঝলা কিচ্ছু!
হ হ হ…
আপনি কইছেন: বঙ্গবন্ধু।
কর্তা বলেন, ঠিকই ধরছো।
আরশের দিকে চোখ তুলে কৃষক আবারো কয়,
কর্তা কিছু দাও।
আকাশ কাঁপানো শব্দ ওঠে: ব।
কৃষক লাঙ্গল নিয়ে মাঠে যায়।
কর্তা কন, বুঝলা জোয়ান!
হ হ হ…
আপনি কইছেন: বাংলাদেশ।
কর্তা হাসেন, ঠিকই ধরছো।
বঙ্গীয় ব-দ্বীপ থেকে আওয়াজ ওঠে: ব ব ব।
বায়ান্ন, বঙ্গবন্ধু, বাংলাদেশ।
২৯.১১.৯৬