সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে নিয়ে ৭১ থেকে গান, কবিতা রচনা হয়ে আসছে, এখনো হচ্ছে ভবিষৎেও হবে। গানের মাধ্যেমে বঙ্গবন্ধুকে যেমন স্মরন করেন গীতিকার, সুরকার, শিল্পী, তেমনি মনে করেন সাধারণ জনগনও। যারা এ দেশ, দেশের মানুষ, দেশের মাটি, দেশের স্বাধীনতাকে মনে করেন তারা বঙ্গবন্ধুকেও মনে করেন। আর তাকে মনে করার মধ্যে দিয়ে তৈরি করেন গান। তাকে নিয়ে এপর্যন্ত যত গান রচনা হয়েছে তার কিছু গানের শিরোনাম ও গায়কের নাম নিচে দেওয়া হলো –
১। বঙ্গবন্ধু শেখ মুজীব- অশক পাল।
২। তিনি কি আসবেন? – আবুল লায়েস।
৩। যদি রাজপথে আবার মিছিল হতো- সাবিনা ইয়াসমিন।
৪। যদি রাত পোহালে শোনা যেতো- সাবিনা ইয়াসমিন।
৫। বঙ্গবন্ধু তুমি আমার সোনার বাংলাদেশ- এস আই টুটুল।
৬। বঙ্গবন্ধু ফিরে এলে- সন্ধা মুখোপাদ্ধ্যায়।
৭। সাত কোটি মানুষের মুক্তির জন্য- শেখ ফরিদ।
৮। বঙ্গবন্ধু জাতীর পিতা দিয়েছো বাঙ্গালীর- দিলীপ সেন।
৯। মধুমতী নদীর ধারে টুঙ্গীপাড়া গ্রাম- বেগম মমতাজ হোসেন।
১০। তুমি আমার বঙ্গবন্ধু – অটামনাল মুন।
১১। আমার বঙ্গবন্ধুর নৌকায় চড়ে- ওমর ফারুক।
১২। সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল- বিটিভি আর্কাইভস।
১৩। বঙ্গবন্ধু ফিরে এসো- সায়েফ আলী।
১৪। ও মুজিব তুমি মিশে আছ- সুভাষ দাস।
১৫। বঙ্গবন্ধুর সোনার বাংলা- রোজিনা।
১৬। বঙ্গবন্ধু হে মহান নেতা- বর্ষা
১৭। তুমিই বাংলাদেশ- মতিয়ার রহমান।
১৮। সেই ১৫ আগষ্ট- মতিয়ার রহমান।
১৯। বাংলাদেশের খোকা- মতিয়ার রহমান।
২০। দেশ রত্ন- মতিয়ার রহমান।
২১। বঙ্গবন্ধু তুমি শ্রেষ্ঠ বাঙ্গালী- এস ডি রুবেল।
২২। স্বাধীনতা কামী বাংলাদেশের পরিত্রতা কে? – লক্ষীকান্ত রায়।
২৩। শোন একটি মুজিবের থেকে লাক্ষ মুজিবের – লক্ষীকান্ত রায়।
২৪। শুভ জন্মদিন জাতীর পিতা তোমার শুভ জন্মদিন- বিটিভির শিল্পীবৃন্দ। – মোঃ মোশারফ হোসেন মুন্না