"বঙ্গবন্ধু"

 
"বঙ্গবন্ধু " 
স্বাধীন বাংলার প্রতিষ্ঠাতা ,জাতির জনক শেখ মুজিবুর রহমান . 
 বঙ্গবন্ধু ,বঙ্গবন্ধু, 
 পিছন ফিরে চাও৷ 
 উন্নতির কারণ তুমি– 
 আমাদের মাথায় হাতটি তোমার দাও৷ . 

 তোমার প্রেরণায়– স্বাধীন আজ আমাদের ভূমি৷ 
 তুমি অদ্বীতিয়– রাজনীতির কবি তুমি ৷ . 
 কালরাতের অস্ত্র তুমি, স্বধীন বাংলার পিতা– 
 ৭ই মার্চের ভাষণ তুমি, 
 তুমিই জাতির পিতা৷ . 
 স্বর্ণের ইতিহাস তোমার রচিত, 
 যা রবে হৃদয়ে খচিত৷ শেখ মুজিব– 
 তুমি মহান, তুমি শ্রেষ্ঠ– তুমি প্রেরণা– 
 তুমিই উম্মাদনা৷ 

 লেখক: অনিন্দিতা হাছনাইন 
 মুন্সিপাড়া,রংপুর

SUMMARY

1108-1.jpg