কবি আব্দুস সাত্তার-
একটি অমিয় নাম কোটি কণ্ঠ উচ্চারিত প্রতিদিন সকাল বিকাল
নক্ষত্রের মতো জ্বলে, জ্বল জ্বলে গগনের কোলে মহাকাল
সে নামে মানুষ জাগে, পাখি জাগে, ফুল তার বিলায় সুবাস
সে নামে নদীরা জাগে, নির্ঝরের স্বপ্ন ভাঙ্গে, কবি পায় ছন্দ অনুপ্রাস
সে নামে প্রগাঢ় হয় পৃথিবীর মানুষের স্বপ্ন সাধ আশা ভালোবাসা
ভীরুতা পালিয়ে যায় তারুণ্য জোয়ারে কণ্ঠে জাগে প্রতিবাদী ভাষা
সে নাম আমার নাম জাতির বিশুদ্ধ নাম বাঙালির আত্ম পরিচয়।
প্রবল সাহস হয়ে সে নাম নিয়ত দানে চেতনায় দৃপ্ত বরাভয়
সে নামে সুধীরে বয় হতাশার মরুভূমে শান্তিময় স্নিগ্ধ সুবাতাস
সে নামে বৃষ্টি ঝরে রবীন্দ্র গীত স্বরে মনে হয় বাউল উদাস।
অমিয় একটি নাম চেতনায় ঢেউ তোলে, রুধিয়ে জাগায় আলোড়ন
সে নামে প্রাণের সাড়া মৃত ঘাসে জাগে ওঠে উদ্দাম সজীব যৌবন
সে নামে সতত ভীত মতমত্ত স্বৈরাচার, গর্বোদ্ধত আস্ফালনকারী
ধুলায় লুটিয়ে পড়ে রাইফেল স্টেন আর এজিদের তীক্ষ্ণ তরবারি
সে নামে প্রকম্পিত মুহূর্মুহূ রাজপথ, জনপদ গোটা রাজধানী
যে নামে জনতা হয় ঐক্যবদ্ধ, ভুলে যায় ভেদাভেদ তুচ্ছ হানাহানি
সে নাম পাথেয় করে কোটি প্রাণ এক সাথে ধমনীতে পায় নব সাড়া
সে নামে চোখের কোণে আচানক দেখা দেয় প্রণয়ের স্বচ্ছ আশ্রুধারা
সে নামে আহূতি দেয় বাংলার সন্তানেরা টগবগে লক্ষ তাজা প্রাণ
আমার শাশ্বত গর্ব সেই নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।