‘সেই কবিতাটি লেখা হয় নাই

কবি মহাদেব সাহার কবিতা

সেই কবিতাটি লেখা হয় নাই
লিখবেন কোন কবি
সেই কবিতাটি কবিতাতো নয়
মুজিবের মুখচ্ছবি।
সেই কবিতাটি লেখা হবে ঠিক
কালি ও কাগজে নয়
হৃদয়ে হৃদয়ে লেখা হবে সেই
অমর পংক্তিচয়।
সেই কবিতাটি পড়বে দাঁড়িয়ে
মানুষের সাথে পাখি
সেই কবিতাটি শাপলা গোলাপ
দীঘিরও পদ্ম নাকি?
সেই  কবিতাটি লেখা হয় নাই
লিখবেন এক কবি
হয়তো কোন কবিতাই নয়
একটি মুখের ছবি।
সেই কবিতাটি পড়া হবে ঠিক
বাংলার ঘরে ঘরে
সেই কবিতাটি দু’ফোঁটা অশ্রু
মানুষের অন্তরে।

SUMMARY

1094-1.jpeg