মো. রুহুল আমিন
হে জাতির পিতা বঙ্গবন্ধু
তুমি জন্মেছিলে বলে,জন্মেছিল বাংলা
তুমি না জন্ম নিলে আমরা হতাম
পাকিস্থানিদের আমলা। তাই তোমাকে
ভালোবাসি,শ্রাদ্ধা জানাই আমরা।
হে জাতির পিতা বঙ্গবন্ধু
তুমি কি সত্যিকারের পিতা
মাঝে মাঝে সন্দেহ হয়
তুমি যদি আমাদের পিতাই হও
নিশ্চয় আছে তোমার ধমনী
বাংলার প্রতিটি সন্তানের গাঁয়,
তাহলে কেন এই সন্তানেরা
তোমার মতো ভালোবাসেনা
সোনার বাংলার মৃত্তিকা।
হে জাতির পিতা বঙ্গবন্ধু
আর একবার আঙুল তুলো তোমার
বুঝাও তোমার সন্তানদের
কীভাবে ভালোবাসতে হয়,
বাংলার মা, মানুষ আর মাতৃভূমিকে।