মো. রুহুল আমিন
বঙ্গেতে জন্মে তুমি হওনি বঙ্গবন্ধু
বঙ্গের মানুষকে ভালোবেসে হয়েছিলে বঙ্গবন্ধু
তাই তোমার স্মৃতি মনে করে আজো কাঁদে
বাঙালি,বাংলা আর তোমার উত্তোশ্বরী কন্যাদ্বয়।
বঙ্গে তুমি জন্মেছিলে জোনাকির মতো
সেই আলোতে জ্বলেছিল বঙ্গ, প্রদীপের মত,
যখন শুনেছি সেই বঙ্গের মানুষ তোমায় করেছে ক্ষত
তখন থেকে বুঝেছি বাঙালি অভাগা কত।
যাদের তুমি দিয়েছিলে পথের দিশা
সেই তারাই বাংলাকে করেছে হতাশা,
হে বঙ্গবন্ধু,জাতির পিতা মুুক্তির দিশারী
তোমার স্বপ্নের বাংলা হয়েছে অন্ধকার কুঠোরী।
যে বাঙালি নক্ষত্রকে কালো মেঘে ঢেকে রেখে
বঙ্গতে জ্বালাতে চেয়েছিল আলোর প্রদিব,
মূর্খ বাঙালি জানেনা,দিনের আলো না ফুরালে
পশ্চিম গগণে ফুটেনা আলোর প্রদিব।
আজ বাঙালি কাঁদো,‘কাঁদো বাঙালি কাঁদো’
বঙ্গের নায়ক আর আসিবে না
সোনার বঙ্গকে করতে আলো,
হয়েছে বাঙালি পিতৃহারা এতিম সন্তানের মতো।