দীপ্ত শপথ

মো. রুহুল আমিন 

বাঙালি জাতির কাণ্ডারী তুমি
আমরা সহযাত্রী
এতকাল পরও মনে আছে তোমায়
ভাবি সকাল দুপুর রাত্রি।
তুমিতো কেঁদেছে বাঙালির লাগি
তবুও দিতে হয়েছে তোমার তাজা প্রাণ,
ছাড়বো না আমরা,করলো যারা শ্রষ্ঠ বাঙালির অপমান
যেভাবে পাড়ি যেমন করে পাড়ি ভাঙ্গব তাদের হাড়
তোমার কথার হবো না আমরা একফোটা নড়চর।
তুমি তো ছিলে আলোর মশাল
দিক হারা তরীর হাল
তোমাকে যারা করেছে ক্ষত
তারাতো রাজাকারদের দালাল।
আজকে আবার শপথ করছি
নতুন করে রেখে হাতে হাত
পড়াব তাদের গলায় জল্লাদের ফাঁদ।

SUMMARY

1086-1.jpeg