গোলাম নবী পান্না
দেশ আর জনগণ
এই নিয়ে ভাবা
এমন এ নেতা বলো
কেউ খুঁজে পাবা?
মানুষের প্রতি ছিলো
দরদী সে মন
সেই নেতা এই দেশে
একজনই হন।
মানুষকে ভালোবেসে
প্রিয় হন তিনি
এই জাতি তাঁর কাছে
চিরদিন ঋণী।
ফিরে ফিরে আসবেই
তাঁর নাম তাই
‘মুজিবুর রহমান’
মনে নেন ঠাঁই।
গোলাম নবী পান্না
দেশ আর জনগণ
এই নিয়ে ভাবা
এমন এ নেতা বলো
কেউ খুঁজে পাবা?
মানুষের প্রতি ছিলো
দরদী সে মন
সেই নেতা এই দেশে
একজনই হন।
মানুষকে ভালোবেসে
প্রিয় হন তি...