বঙ্গবন্ধুকে নিয়ে দৃষ্টিপ্রতিবন্ধীর কবিতা

যদি জন্ম না নিতো মহান নেতা

পেতো না বাঙালি স্বাধীনতা

হায়েনার পদতলে থাকত পড়ে

আমার দেশের বীর জনতা



মুজিব হলো জয়ের নিশান

মুজিব হলো বিজয়ের গান

মুজিব-মুজিব-মুজিব

মুজিব হলো বাঙালির প্রাণ।



যে মাটির জন্য দিয়েছে ভাষণ

মানেনি কোনো শাসন-বারণ

স্বদেশের শত্রু সেই মাটিতে

দিয়েছে তাকে নিঠুর মরণ



যার জন্য এ মাটি পেলো স্বাধীনতা

চিরদিন ইতিহাসে রবে তার কথা

রক্ষা করি এই স্বাধীনতা

এসো...

এই শপথ করি হে বীর জনতা ।।

SUMMARY

1047-1.jpg