মুজিবের জন্য ছড়া

সুমন মাহমুদ

 

রোজ রোজ

খোঁজ করি,

পাল তোলা

রাঙা তরি

 

হাল ধরে

বসে আছে

একজন মাল্লা,

তার কাছে

আছে জমা

বিজয়ের পাল্লা।

 

মাঝিটার

হাতিয়ার

জনতার প্রেম,

তিনি সেই

জনতার

সাহসের ফ্রেম।

SUMMARY

1043-1.jpg