পলিয়ার ওয়াহিদ
সেই ছেলেটির স্বপ্ন ছিল
স্বপ্নে বাধা পণ
সেই ছেলেটির সাহস ছিল
বাঘের মতো মন
পিতামাতার যোগ্য খোকা
দেশ সেরা সন্তান
সবার কাছে প্রেমিক তিনি
বাঁধতো সবার প্রাণ।
তাকে নিয়ে কতো ছড়া
গান কবিতা লেখা
আমি তাকে স্যালুট করি
সাহস থেকে শেখা
প্রতিবাদের সবক নিতে
তার ছিল না জুড়ি
বাংলাদেশ ফুলের উপর
তিনি একটি কুঁড়ি।
জেলে বসেই কাটিয়ে দিলেন
আস্ত আধেক জীবন
রক্তমাখা জামার ভেতর
কাঁদছে জাতির মরণ!
শোকের ভেতর পোকার মতো
গুটি গুটি বসে
দেশপ্রেমের সবক নেবো
মুজিব খোকা চষে।
পলিয়ার ওয়াহিদ
সেই ছেলেটির স্বপ্ন ছিল
স্বপ্নে বাধা পণ
সেই ছেলেটির সাহস ছিল
বাঘের মতো মন
পিতামাতার যোগ্য খোকা
দেশ সেরা সন্তান
সবার কাছে প্রেমিক তিনি
বাঁধত...