কাজী বর্ণাঢ্য
এই হাত ভীরু নয়
এই হাত বলবান,
মিছিলের এই হাত
এই হাত ফলবান।
এই হাতে মা'র মুখ আঁকা হয়
এই হাতে প্রতিবাদ ডাকা হয়।
এই হাত অন্যায়
অবিচার ঠেকাবার,
অধিকার আদায় ও
সংস্কৃতি শেখাবার।
এই হাতে কবিতা ও ছড়া হয়
এই হাতে সভ্যতা গড়া হয়।
এই হাত নয় কোনো
অসভ্য কু জীবের,
মানবিক এই হাত
এই হাত মুজিবের।