এমন একটা সোনার ছেলে


খালেদ হোসাইন


বল তো ও মা, কোথায় পেলে

এমন একটা সোনার ছেলে?


দুচোখ-ভরা স্বপ্ন শুধু

পরান-ভরা আশা

দেশ-জনতার জন্য অপার

অগাধ ভালোবাসা!


এমন ছেলে কোথায় পেলে

সত্যি করে বল!

জনতাকে সঙ্গে নিয়ে

যে ভাঙে শৃঙ্খল!
 

এ শৃঙ্খল ভীষণ ভারী

পরাধীনতার।

এ ছেলেটার সাহস অনেক

বুদ্ধি ক্ষুরধার

 

নানা রকম আন্দোলনে

ঝাঁপিয়ে পড়ে রণাঙ্গণে।

 

জেলের ভেতর পোরে তাকে

শত্রুরা বারবার

আমরা ভাঙি জেলে তালা

অদ্ভুত এ কারবার!

 

এ ছেলেটার ডাকে সাড়া

দিয়ে সবাই শত্রু তাড়া।

 

বুকের রক্ত দিয়ে এ দেশ

স্বাধীন করেছি

এই ছেলেটার স্বপ্ন সবাই

বুকে ধরেছি।

 

বল তো ও মা, কোথায় পেলে

এমন একটা সোনার ছেলে?

SUMMARY

1039-1.jpeg