মোহাম্মদ হোসাইন
যারা পারে তারা পারে- আমরা পারি না
আমরা কি আমাদের অস্তিত্ব ভুলে যেতে পারি ?
আমরা কি ভুলে যেতে পারি আমাদের জন্মঋণ, প্রকৃত সাকিন ?
আমরা কি ভুলে যেতে পারি আমাদের মা, মাতৃভূমি কিংবা বেড়ে
ওঠার ওই রক্তাক্ত শৈশব ?
যে মাটি আমাকে শিখিয়েছে দৃঢ় হতে, যে বৃক্ষ ছায়া হওয়ার মন্ত্রনা যোগাচ্ছে
যে আকাশ প্রতিদিনই মেলে ধরছে ক্ষুদ্রত্ব থেকে বিশালতার মৌল ইতিহাস
আমি কিংবা আমরা কি করে তা অস্বীকার করি, কি করে ঘুরে দাঁড়িয়ে বলি
এ হয়না, হতে পারে না !
এই যে হাওয়ার টান, এই যে নীল নীল ঢেউ, শাদা মেঘের বিমুগ্ধ দোলা
কিংবা এই যে সোনার আলো, ভোরের দোয়েল পাখি, মন ভুলানো আমার
প্রিয় বাংলা কি করে আমি ভুলে যেতে পারি, কি করে পারি তাদের ছেড়ে
দূরে চলে যেতে ?
যারা পারে তারা পারে-আমি পারি না, আমরা পারি না
আমরা কি আমাদের সত্ত্বা কে ভুলে যেতে পারি
আমরা কি পারি আমাদের রক্ত প্রবাহকে ভুলে যেতে
কিংবা আমরা কি পারি আমাদের স্বপ্নের টুঁটি চেপে ধরতে?
শেখ মুজিব আমাদের সেই স্বপ্ন, বঙ্গবন্ধু আমাদের সেই অস্তিত্ব
আমরা কোনদিনও তাঁকে ভুলে যেতে পারি না, কোনওদিন না...