সিমরান আহমদ
চশমার নিচে চোখদুটো এর বয়স কত ?
যখন শকুনে খাওয়া লাশের পরে বুলিয়েছ সে চোখ আর ফেরাতে পারোনি ।
ঝলসানো রুটির ভেতর দিয়েই দেখেছিলে জোস্নালোকিত বাংলার মুখ।
পরগাছাদের তরে খুইয়েছো জীবন
.অথচ মূল্য দেয়না কেউ !
শুধু প্লাবিত হৃদয়ের শুন্য ক্যানভাসের মতো
মায়ের চোখে দেখেছো বিস্তৃত বাংলার সবুজ শস্যক্ষেত্র ।
তোমার গানের কম্পনে কেঁপেছে বিশ্ব দুয়ার ।
তোমার আঙ্গুলের ব্যাক্তিত্বে মেতেছিল বাংলার মুক্তিকামী জনতা।
অথচ বয়স কত দুটি চোখের ?
প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে খুঁজে পেয়েছি হাতিদের জলজ্যান্ত ফসিল
আজো যার চোখ থেকে ঝড়ে পড়ছে অজস্র মৃত নক্ষত্রের রাত।
অথচ চশমার নিচে চোখদুটো এর বয়স কত ?