শেখ মুজিবুর


মুনীরুল ইসলাম

একাত্তরে কে বলেছে-
বীর বাঙালি জাগুন
যার যা আছে তা নিয়েই
দেশের কাজে লাগুন?

কে জ্বেলেছে লক্ষ প্রাণে
স্বদেশ প্রেমের আগুন
কে এনেছে বাংলাদেশে
স্বাধীনতার ফাগুন?

‘তিনি হলেন শেখ মুজিবুর’
সবার মনে দাগুন
তাঁর জন্য প্রভুর কাছে
হাজার রহম মাগুন।

SUMMARY

1024-1.jpeg