বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান


খালেদ হোসাইন

মৃত্যুতে সব ফুরিয়ে যায় না– চিত্ত যদি হয় অফুরান
আমার আকাশ আমার বাতাস– সবই তো তোমার অবদান।
এই যে আমার স্বাধীন চলা, বিশ্ব-সভায় উন্নত শির
এই যে আমার স্বাধীন বলা– সুনীল গ্রহ এই পৃথিবীর
দিকদিগন্তে ছড়িয়ে পড়ে সব অপরূপ ও অনন্য
সবই তো হয় জাতির জনক বঙ্গবন্ধু তোমার জন্য।
কে তোমাকে হত্যা করে– অন্ধকারের কীটানুকীট?
জানে না যে তোমার মাথায় চিরকালীন আলোর কিরীট–
জানে না যে এই জাতিকে তুমি দিলে মুক্তি-দিশা
তুমি দিলে স্বাধীনতার ধ্রুবতারা, শতভিষা?
তোমার স্বপ্নে তোমার কর্মে এই বাঙালি আজকে ধন্য
সব হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর তোমার জন্য।
তোমার যারা হত্যাকারী শেয়াল-শকুন মানবেতর
মুখোশ এঁটে লুকিয়ে ছিল ঘন অন্ধকারের ভেতর
হঠাৎ ওরা হামলে পড়ে হত্যা করে সপরিবার–
নির্মমতার নিষ্ঠুরতার এমন নজির ঘটেনি আর
এই পৃথিবীর কোনো প্রান্তে– যা লজ্জাকর যা জঘন্য
মৃত্যুও তাই পরাস্ত হয় শেখ মুজিবুর তোমার জন্য।
এক মুজিবের রক্ত থেকে জন্মে মুজিব ঘরে ঘরে–
তোমার স্বপ্ন চোখে বুনে বীরের জীবন যাপন করে
হত্যাকারীর সত্তা বিনাশ করবে বলে শপথ গ্রহণ
করে তারা, নইলে যে অন্তরের দহন
পুড়িয়ে তাদের ভস্ম করে, মানুষ বলে হয় না গণ্য–
চেতনার এই অগ্নি-আভা বঙ্গবন্ধু তোমার জন্য।
বঙ্গবন্ধু তোমার বসত সব বাঙালির রক্তকণায়
তোমার জন্য বুকের ভেতর ভালোবাসার আবেগ ঘনায়
তোমার জন্য কলুষমুক্ত– এই মানবিক জীবন-যাপন
বিশ্বচরাচরে তুমি বীর বাঙালির সবচে আপন
যে চেতনা তোমার, পিতা, তা গড়েছে এ চৈতন্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমরা বাঁচি তোমার জন্য।

SUMMARY

1023-1.jpeg