তাসনুবা তাবাসসুম
আপনার বাসন্তীরঙা শাড়ি!!
বড্ড বেমানান;
আপনি জানেননা?
শোকে আজ আমরা মুহ্যমান।
মিশমিশে কালো শোক
স্যুটটা দেখুন—
কালোর ভালো হোক।
বুটিক হাউজ,ডেকোরেটর,
সংগীতসশিল্পী,ফুলের দোকানি
শোকের ব্যস্ততা বুঝি দেখনি!!
বিবর্ণ এবং কালো সমার্থক হোক
প্রয়োজনে চিনে নেবে লোক
একবিংশ শতাব্দীতে
শোকের পিঠে লাগুক পালক।
একটাই তার,
অজস্র সুরের ভোরেজেনেছে বাজনদার।
যখন একটি মাত্র সুর,
হাজার কথার ভিড়ে জাগে শান্ত সমুদ্দুর।
একজনই যখন নেতা,
একক বলতে বুঝি- বাঙালি জাতির পিতা।