তোমার জন্য


রহীম শাহ

যতদিন এই দেশের মাটিতে
একটি মানুষ থাকবে
ততদিন ধরে বঙ্গবন্ধু—
তোমাকেই মনে রাখবে।

পাখিদের গানে, বাতাসের সুরে
তোমার নামটি আসে ঘুরে ঘুরে

সাগর-নদী ও ঝরনাধারায়
চিরদিন তুমি ভাসবে
দূর থেকে দূরে ঘুরে ঘুরে ঠিকই
ফিরে ফিরে তুমি আসবে।

এ দেশের মাঠ এ দেশের বন
তোমাকেই নিয়ে ভাবে সারাক্ষণ

নীল আকাশের তারা হয়ে তুমি
সবার হৃদয়ে ফুটবে,
তোমার নামেই মানুষ ঘুমাবে
তোমার নামেই উঠবে।

SUMMARY

1019-1.jpeg