মতিন রায়হান
ফুল-পাখিরা হল্লা করে দেখো
ভুল শেখো না ইতিহাসের কথা
কতোকিছু শেখার আছে শেখো ;
ছিলেন তিনি রূপকথার এক নায়ক
কণ্ঠে ছিল বজ্র সুরের গান
তাঁর নামটি বুকের মাঝে রেখো।
ছিলেন তিনি প্রাণবাজির এক গায়ক
চাইলে তাঁকে খুব নিকটেই পাবে
জীবন-নদীর বাঁকে
টুঙ্গিপাড়া কিংবা অজগাঁয়ে
শহরেও আছেন তিনি পালতোলা এক নায়ে
শোনো, উদাস মাঝি কী নামে আজ হাঁকে!
মতিন রায়হান
ফুল-পাখিরা হল্লা করে দেখো
ভুল শেখো না ইতিহাসের কথা
কতোকিছু শেখার আছে শেখো ;
ছিলেন তিনি রূপকথার এক নায়ক
কণ্ঠে ছিল বজ্র সুরের গান
তাঁর নামটি বুকের মাঝে রেখো।
ছিলেন তিনি প্...