পম্পি বড়ুয়া
চলে গেছো বহু দূরে রেখে গেছো আমায় তুমি অনাদরে ,
তোমার কথা আমার শুধু মনে পড়ে বারেবারে।
যবে তুমি চলে গেলে না কিছু বলে গেলে,
তোমার অপেক্ষায় দিন প্রহর গুনি চোখের জলে ।
সেদিন ,–
শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুজিব বাহিনী গঠন করা হলো ,
৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে মুক্তির আহ্বানের ডাক দিলো ,
তিনি বলেছিলেন ,—–
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
২৬শে মার্চের কালো রাতে স্বাধীনতা ঘোষণা করা হলো,
তাঁরই অনুপ্রেরণায় মুক্তিকামী সেনা,ছাত্র -জনতা যুদ্ধে যোগ দিলো।
তুমি সেনাবাহিনী হতে মুক্তিযুদ্ধের ডাকে সাড়া দিলে ,
মাতৃভূমিকে রক্ষা করতে দেশের স্বার্থে যুদ্ধে গেলে ,
দেশ তো স্বাধীন হলো তুমি ফিরে না এলে।
লাখো শহীদের রক্তে ছিনিয়ে আনলো,
অমর স্বাধীনতা বাংলাদেশ নামে —–
১৯৭১সাল ১৬ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী
ভারত -বাংলা সেনাবাহিনীর সামনে আত্মসমর্পণ করলো।
দেশ স্বাধীন হলো সবাই ঘরে ফিরে এলো ,
যুদ্ধ জয়ের আনন্দে সারাদেশ জয়োধ্বনি করলো।
তুমি এলেনা আজও প্রতীক্ষার ঝড় আমার হৃদয় মাঝারে ,
খুঁজি ফিরি তোমায় মোর নয়ন দুয়ারের নিবিড় আঁধারে।
দশ দিনের ছোট শিশুকে ফেলে যুদ্ধে গেলে ,
আসিব আবার ফিরে বলে আর ফিরে না এলে।
বুক ভরা আশা নিয়ে আজও আছি বেচেঁ ,তুমি না এলে ,
প্রতীক্ষার প্রহর গুনি দু’চোখে আমি আর তোমার ছেলে।
মুক্তিকামী স্বাধীন বাংলার গর্বিত সন্তান তুমি ,
চিরঞ্জীব তুমি ধন্য তোমায় জন্ম দিয়ে এই ভূমি।
হে বীর সেনা তুমি অমর অজেয় ,
তোমার স্মৃতি চির অম্লান অক্ষয় ,
লাল -সবুজের পতাকার মাঝে তুমি এনেছো বিজয়।
বিশ্ব মানচিত্র মাঝে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে হলো রচিত ,
যাঁদের আত্মত্যাগ ও বলিদানের বিনিময়ে এলো স্বাধীনতা —-
তাঁদের নাম চিরদিন রবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খচিত।