বুকের ভেতর বঙ্গবন্ধু


বুকের ভেতর বঙ্গবন্ধু’। এটা একটি ছড়া-কবিতার বই। হ্যাঁ ডানপিটে বন্ধুরা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা সম্পূর্ণ একটা ছোটদের উপযোগি ছড়া-কবিতার বই এটি। আর এই বইটির লেখক বিশিষ্ট শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ। আজকে মানে, ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বঙ্গবন্ধুকে নিয়ে এ বইতে চমৎকার সব ছড়া-কবিতা লিখেছেন শিবুকান্তি দাশ। ‘জাতির পিতা’ শিরোনামের লেখাটি যদি আমরা উল্লেখ করি তা হলে দেখি-
জাতির পিতা বঙ্গবন্ধু তোমার তুলনা তুমি
তোমার জন্য বাঙালি পায় স্বাধীন বঙ্গভূমি
তোমার এক অঙ্গুলি হেলান, পাকিদের মনে ভয়
তাদের বুকে জ্বালিয়ে আগুন দিয়েছো তো পরাজয়।
সাতই মার্চে রেসকোর্সের মাঠে তোমার কী গর্জন
বাংলাদেশের স্বাধীনতা হলো মহান সে অর্জন।
যেই বলেছো বাঙালি সব দুর্গ গড়ে তোলো
এক হুকুমেই কৃষক-শ্রমিক বলল এবার চলো।
দিকে দিকে মুক্তিসেনা ছুটছে অস্ত্র হাতে
জয় বাংলা ধ্বনিতে সব জাগে মধ্যরাতে।

পঁচাত্তরের পনেরোই আগস্ট রাতের অন্ধকারে নরপিশাচরা বঙ্গবন্ধুকে ও তাঁর পরিবারের সকলকে হত্যা করে পৃথিবীর নৃশংসতম কলংকময় ঘটনা ঘটিয়েছে। যার কোনো নিন্দা জানানোর ভাষা জানা নেই। সেই ঘটনাকে উদ্বৃত করে লেখক শিবুকান্তি দাশ লিখেন-
স্বাধীন দেশে আনন্দেতে করছি সবাই বাস
পঁচাত্তরের পনেরো আগস্টে ঘটলো সর্বনাশ।
জাতির সাথে বজ্জাতিটা করলো খুনির দল
লক্ষ কোটি বাঙালিদের ঝরলো চোখের জল।
খুনিগুলোর বিচার হলো ঝুললো ফাঁসির রশিতে
কিন্তু মুজিব নামটা সবার উঠতে এবং বসিতে।
ভোরের হাওয়া বয়ে বেড়ায় মুজিব নামের সুর
মুজিব আছে সবার প্রাণে নয়তো বহুদূর।

মুজিব আছে সবার প্রাণে /
শিবুকান্তি দাশ, বঙ্গবন্ধুকে নিয়ে এ বইতে লেখা সব ছড়া-কবিতাগুলো ঝরঝরে সরল সহজ প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন। তাঁর শব্দ সংযোজন, ছন্দ মিল মাত্রা এক কথায় সব নির্ভুল এবং চমৎকার। তিনি জানেন কিভাবে ছোটদের উপযোগি করে কোন বিষয়কে কখন কোথায় কেমন করে তুলে ধরতে হয়। সময়কে ধারণ করে আগামী প্রজন্মকে শুনিয়েছে সুন্দর নির্দেশনার ছন্দিত সুরেলা গান। ‘আজকে পিতার জন্মদিন’ ছড়ায়-
আজকে পিতার জন্মদিন
তাই তো নাচি তা-ধিন ধিন
ফুলের বনের গোলাপ কলি
শুনছো সবাই একটু বলি।

ফুলের সাথে পাখির মেলা
ধানমন্ডির লেকের পাড়
দলে দলে ছেলেবুড়ো
যাচ্ছে ছুটে বারে বার।

ফুলে ফুলে উঠছে ভরে
জাতির পিতার ছবির পরে।
মুজিব নামের শপথ শেষে
দেশটা গড়ো ভালোবেসে।

জাতির পিতাকে নিয়ে লেখা ছড়া-কবিতার এ গ্রন্থে লেখক শিবুকান্তি দাশ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে নিয়ে যেমন লিখেছেন, তেমন তাঁর কনিষ্ট সন্তান শেখ রাসেলকে নিয়েও লিখেছেন। সম্পূর্ণ চাররঙা ছাপা এ বইতে আর যে লেখাগুলো স্থান পেয়েছে, সেগুলো হলো- মুজিব আছে সবার প্রাণে, বঙ্গবন্ধু, মহানায়কের জন্মদিনে, মুজিব তোমার ঋণ, রাসেল সোনা, জাতির পিতার নয়নমণি, মুজিবের প্রত্যাবর্তন, পিতার শোকে, স্বাধীনতার ডাক, একটি ছবি, মুজিবুর, রাসেল সোনা, মুজিব আছে হৃদয়ে, মুজিব মানে, বত্রিশ নাম্বার বাড়ি, তিনি নেই আজ, চিরঞ্জীব, শেখ মুজিবের নাম, জাতির পিতার আসন ও মুজিব কন্যা। মোট বত্রিশ পৃষ্ঠার এই বইয়ের অসাধারণ প্রচ্ছদ ও অলংকরণের কাজটি সুসম্পন্ন করেছেন শিল্পী মোমিন উদ্দীন খালেদ। আদিগন্ত প্রকাশন থেকে প্রকাশিত এই বইয়ের দাম রাখা হয়েছে মাত্র দুইশত টাকা মাত্র। আশেপাশের যে কোনো বই বিপনিতে কিনতে পাওয়া যাচ্ছে এই বই। ডানপিটে বন্ধুদের সাথে সাথে বড়দেরও ভালো লাগবে এই বইয়ের লেখা ছড়া-কবিতাগুলো।

SUMMARY

1009-1.jpg