“জাতির পিতার স্মরণে”

এফ, এম, আব্দুল কুদ্দুস

তুমি হিমালয়
তুমি শান্তির আলয়
তুমি মহীরুহ
তুমি সজীব রূহ
তুমি মরূদ্যান
তুমি হৃদয়ে বহমান
তুমি চিরঅম্লান
তুমি জগ্রত চিত্ত
তুমি বাঙালির চিত্র
তুমি চেতনার উৎস
তুমি ছাড়া জাতি নিঃস্ব
তুমি শেখ মুজিবুর রহমান
তুমি চিরন্তন অবারিত ধাবমান
তুমি বাঙালির অহংকার
তুমি বাঙলার অলংকার
তুমি প্রবাহমান সিন্ধু
তুমি বঙ্গবন্ধু
তুমি বাঙালির চেতনা
তুমিই তোমার তুলনা।

SUMMARY

1008-1.jpeg